কাউখালীতে বিদ্যুতের তারে পোল্ট্রি খামারির মৃত্যু

Published: 04 Nov 2015   Wednesday   

বুধবার কাউখালী উপজেলার রাঙ্গীপাড়া গ্রামে পোল্ট্রি খামারে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে সাদেক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা যায়, বুধবার দুপুুরের দিকে সাদেক মিয়া নিজের পোল্ট্রি খামারের ভেতর ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তার গুছানোর চেষ্টা করেন। কিন্তু অসাবধনতাবশত বিদ্যুতের ছেড়া তারে  তিনি জড়িয়ে পড়েন। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় তার অসুস্থ স্ত্রী খোঁজ নিতে খামারে যান। সেখানে সাদেক মিয়ার নিথর দেহ মেঝে পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশিরা এসে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন। সাদেক মিয়ার দুই ছেলে ও ছয় মেয়ে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার এসএই যোযৎসু চাকমা যশ জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত