বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি,সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট কাজি মাহতুল হোসেন যত্ন। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন গণ মাধ্যমকে তিনি এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বান্দরবানের জেলা বিএনপির সভাপতি পদে বর্তমান সভাপতি সাচিংপ্রু জেরী ছাড়া আর কেউ মনোনয়ন পত্র ক্রয় করেননি। যেহেতু মনোয়ন পত্র ক্রয়ের সময় সীমা শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবইে সাচিংপ্রু জেরী পুনরায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি আরও জানান, দলের সাধারন সম্পাদক পদে এডভোকেট কাজি মাহতুল হোসেন যত্ন,এবং বর্তমান সাধারন সম্পাদক আজিজুর রহমান মনোনয়ন পত্র ক্রয় করলেও আজিজুর রহমান মনোনয়ন পত্র জমা না দেয়ায় এডভোকেট যত্ন বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দুটি মনোনয়ন পত্র বিক্রি হয়। কিন্তু মশিউর রহমান মিঠুন মনোনয়ন পত্র জমা না দেয়ায় জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্ধিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর বান্দরবান জেলা কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.