সিআইপিডিএর উদ্যোগে সাপছড়িতে চক্ষু ও হেলথ ক্যাম্পের আয়োজন

Published: 03 Nov 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির সদর উপজেলার সাপছড়িতে দিন ব্যাপী চক্ষু  ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

সাাপ ছড়ি ইউনিয়ন কমপ্লেক্সে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বাস্তবায়নাধীন“সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় সিআইপিডিএর উদ্যোগে চক্ষু ও সাধাররণ রোগ বিষয়ে  হলেথ ক্যাম্পরে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,রাঙামাটি সদর উপজেলা কর্মকর্তা কামাল হোসেন,সিআইপিডি-এর নির্বাহী কর্মকর্তা জন লাল চাকমা, সাপ ছড়ি ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা, ইউপি সদস্য নিরু চাকমা, দয়াল কুমার চাকমা ও ইউপি সেক্রেটারী সুমতি রঞ্জন চাকমা।

দিন ব্যাপী ক্যাম্পে লায়নস ক্লাব, চট্টগ্রাম এর তিনজন চক্ষু চিকিৎসক ও রাঙামাটি সদর হাসপাতালের ১ জন বিশেযজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য  সেবা প্রদান করেন ।

আয়োজিত ক্যাম্পে ৯৪ জন চক্ষু রোগী, ৯৩ জন নারী-পুরুষকে সাধাররণ রোগের চিকিৎসা ও বিনা মুল্যে ঔষধ প্রদান এবং ১১ জনের বহুমুত্র রোগ নির্ণয় করা হয়।  এছাড়া উন্মেষ-এর উদ্যোগে বিনা মূল্যে ৮৩জন নারী-পুরুষের রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত