রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Published: 01 Nov 2015   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সিএইচটিডিএফ-ইউএনডিপির উদ্যোগে পরিচালিত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর যৌথ কার্যক্রমের কৃষক সহায়তাকারীদের মৌসুমব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাণীসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য রেমলিয়ানা পাংখোয়া। জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা: দেবরাজ চাকমা, সিএইচটিডিএফ-ইউএনডিপি-র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর ডিস্ট্রিক্ট অফিসার সুকিরন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগিয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। দশ দিনের প্রশিক্ষণের পর কৃষক সহায়তাকারীদের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হবে। এ প্রকল্পের প্রধান হাতিয়ার কৃষক সহায়তাকারী। এজন্যে অবশ্যই কৃষক সহায়তাকারীদেরকে আগে দক্ষ হতে হবে। শিখতে হলে জানতে হবে। অভিজ্ঞতাগুলো গ্রামে গিয়ে কাজে লাগাতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত