পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে-মেজর জেনারেল সফিকুর রহমান

Published: 31 Oct 2015   Saturday   

সেনাবাহিনীর ২৪ পদাতিক চট্টগ্রাম ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোঃ সফিকুর রহমান বলেছেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামে কোন ধরনের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নিয়োগ করেনি।  সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা ও শান্তি-শৃংখলা কাজে নিয়োজিত রয়েছে।

তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্নকভাবে সহযোগিতা করার জন্য সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

 শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কমিউনিটি র্ফাস্ট এইড প্রশিক্ষনের সনদপত্র ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহালছড়ি টাউনহলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুব-উল আলম, খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী  মজুমদার, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী,মহালছড়ি  জোনের অধিনায়ক  লেঃকর্নেল হুমায়ন কবির ও মহালছড়ি উপজেলা পরিষদ  চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। অনুষ্ঠানে  স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি কমিউনিটি ফার্স্ট এইড ট্রেনিং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবার যাবতীয় যন্ত্রপাতি হাতে প্রদান করেন।

 হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত