লামা উপজেলায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদে ও খুনি স্বামীর ফাঁসির দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
লামা উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে এসময় বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, শিক্ষক নেতা আকতার উদ্দিন তপন, নুরুল আবছার, মোঃ ওহিদুল্লাহ, জাহেদ সারোয়ার, নাজিম উদ্দিন, ক্যচিংমে মার্মা, মীরা দাশ, আবদুল দয়ান, উথোয়াই মার্মা সহ প্রমূখ। বক্তারা খুনি থোয়াই শৈমং মার্মার দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান।
জানা গেছে, লামা পৌরসভার ৩নং ওয়ার্ড সমিল পাড়ায় শুক্রবার রাত ৯টায় রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮)কে জবাই করে হত্যা করে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)। এসময় স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশের নিকট সে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর প্রেম করে অবশেষে চার মাস আগে বিয়ে করে তারা। ভালবাসার সংসার এভাবে ধ্বংস হয়ে যাবে এটা ভাবতে পারেনি তারা। সংসার গড়ার আগে ভেঙ্গে যাবে তা কারোরই জানা ছিল না।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ দাস বলেন, স্কুল শিক্ষক হত্যার ঘটনাটি মামলা রুজু করা হয়েছে। আটক থোয়াই শৈমং মার্মাকে গ্রেফতার করে শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসার জন্য বান্দরবান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার দুপুরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.