এসএ টিভির বর্ষপূর্তিতে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 19 Jan 2015   Monday   

এসএ টিভির দ্বিতীয় বর্ষপূর্তির উপলক্ষে সোমবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া  চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়েজিন করা হয়।এসএটিভি দর্শক ফোরাম রাঙামাটির  উদ্যোগে চারুকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এসএ টিভির রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতি কান্ত তংচংগ্যা, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশিল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বাহাদুর, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন এসএ টিভি দর্শক ফোরাম রাঙামাটির আহবায়ক পারভেজুল ইসলাম সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন এসএ টিভি দর্শক ফোরাম রাঙামাটির সদস্য সচিব আফরোজা চৌধুরী দিনা।এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে শুরু হয়ে চারুকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন সাংসদ ফিরোজা বেগম চিনু। এসময় দৈনকি গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহেমেদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। র‌্যালীতে রাঙামাটির রাজনীতিক, সামাজিক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।আলোচনা সভায় বক্তারা বলেন, এসএটিভি বস্তুনিষ্ট সংবাদ ও বাংলার ঐতিহ্য, কৃষ্টি-কালচার ও ইতিহাস-ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী এ চ্যানেলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্রময় সংস্কৃতি, পাহাড়ের সম্ভবনা ও সমস্যা তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে গত রোববার শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি পৌরমেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত