রাঙামাটিতে এফপিএবি’র নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছেন সাংসদ চিনু

Published: 29 Oct 2015   Thursday   
no

no

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) র রাঙামাটির নির্বাচন স্থগিত করার দাবী জানিয়েছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। 

বৃহস্পতিবার বিকালে শহরের ভেদভেদীস্থ তার নিজ বাস ভবনে আয়োজিত এক সাংবাদ সম্মেলনের সাংসদ চিনু এ দাবী করেন। এসময় তিনি নির্বাচনের সভাপতি প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন  বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সাংসদ চিনু অভিযোগ করে বলেন, এফপিএবি রাঙামাটি কমিটির সদস্যদের মতামতকে উপক্ষো করে সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় একটি অংশ ৩১ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে কমিটির যুব সদস্যকে বাদ দিয়ে নতুন সদস্য অর্ন্তভুক্ত করেছেন। এর পরিবর্তে তড়িগড়ি করে জন্ম নিবন্ধন ও স্কুল সনদ অনুসরণ না করে ভোটার সদস্য করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ১৪ দিন আগে তফসিল ঘোষণার নোটিশ সংস্থার নোটিশ বোর্ডে টাঙানো এবং সদস্যদের নির্বাচনের বিষয়ে অবগত করার বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি। ফলে অনেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও তারা অংশ নিতে পারছেন না।

তিনি এ নির্বাচনটি সম্পূর্ণ একটি নীল নকশা এবং সাজানো হবে উল্লেখ করে এটি স্থগিত করে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবী জানান।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, এ নির্বাচন নিয়ে তিনি এখনও কোন চিঠি পাননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত