বান্দরবানে ৬ দফা দাবীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Published: 28 Oct 2015   Wednesday   

কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালহর ৬ দফা দাবীতে বুধবার বান্দরবানে  মানববন্ধন কর্মসুচী পালন করেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। 

বান্দরবান প্রেসক্লাবের সামনে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি নন-ক্যাডার (২৬ ক্যডার) ও ফাংশনাল সার্ভিস বান্দরবান জেলা ও সদর উপজেলার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃচি-বিসিএস সমন্বয় (২৬ ক্যডার) নন ক্যডার ও ফাংশসাল সার্ভিসের কমিটির সভাপতি জেলা সিবিল সার্জন ডাঃ অনুপ দেওয়ান, সাধারন সম্পাদক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ক্যহ্লা খই,সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, আরএমও ডাঃ অংশুইপ্রু, মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা  মোঃ আনিসুর রহমান, হর্টিকালচারের উপ পরিচালক রফিকুল ইসলাম ভুঞা, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক,উপজেলা মৎস্য তর্মকর্তা জিয়াউদ্দিন, উপজেলা একটি বাড়ী একটি খামার সমন্নয়কারী দেবব্রত বড়ুয়া, উপজেলা মেডিকেল অফিসার সুপ্রীয়া দাশসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে বলা হয়,জাতীয় উন্নয়নে প্রত্যক্ষভাবে ভুমিকা পালন কারী প্রকৌশলী,কৃষিবিধ,চিকিৎসক, এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬ টি ক্যডার নন কেডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের সমন্বয়ে গঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি স্বাধীন দেশের উপযোগী একটি গনমুখী কল্যান ধর্মী জন প্রশাসন গড়ে তোলার লক্ষে প্রায় তিন দশক ধরে দাবী জানিয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত