বান্দরবানে গ্রেফারকৃত জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

Published: 24 Oct 2015   Saturday   

বান্দরবানে গ্রেফারকৃত জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে শনিবার আদালতে হাজির করার পর আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী ইসলামী পাঠাগারে গোপন বৈঠকের সময়  গ্রেফতারকৃত ৪৩ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা  হয়েছে।  শনিবার গ্রেফতারকৃতদের বান্দরবানের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হানিফের আদালতে হাজির করা হয়। এতে আদালতের বিজ্ঞ বিচার তাদেরকে কারাগারে  প্রেরনের নির্দেশ  দেন।

উল্লেখ্য,গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বান্দরবান সদরের ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় ইসলামী পাঠাগারে গোপন বেঠক করার সময় জামায়াত-শিবিরের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত