খাগড়্ছড়ি মহালছড়ির উপজেলার দূর্গম সিন্ধুকছড়িতে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস্ কাউন্সিল(বি,এম,এস,সি)-র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা। সমাজকর্মী লাব্রেঅং মারমা’র সভাপতিত্বে স্থানীয় ডেবলছড়ি মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রাব্বি আহসান। সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসসি-ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি নিপ্রুচাই মারমা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে বই, শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ বই বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, যে কোন সামাজিক সংগঠনের প্রথম কাজ হচ্ছে নিজে শিক্ষিত হওয়া এবং অন্যদের শিক্ষিত হবার জন্য উৎসাহ যোগানো। এর ফলে সমাজে উন্নত মুল্যবোধ সৃষ্টির পাশাপাশি মর্যাদাবা সম্পন্ন প্রজন্ম তৈরী হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.