চন্দ্রঘোনায় ইউবিআর প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Published: 22 Oct 2015   Thursday   

বৃহস্পতিবার  ইউনাইট ফর বডি রাইট্স (ইউবিআর) প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে  স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ইউবিআর কেন্দ্রের উদোগে মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন ইউবিআর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমা। এসময় ইউবিআর প্রোগ্রামের ট্রেইনার রিমি চাকমা, কর্মকর্তা ভাগ্য লক্ষী চাকমা, রোমেল ত্রিপুরা রণি, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো. কবির হোসেন, কাজী মোশারফ হোসেন, মাহফজ আলম, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমা  বলেন, ইতিমধ্যে কার্যক্রমের আওতায় সেবা সমূহের মধ্যে নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন জরুরী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, যুব বান্ধব পরিবেশ সৃষ্টি, বিনামূল্য মেয়েদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হচ্ছে। শিক্ষা সেবায় শিক্ষকদের সচেতনা বৃদ্ধি ও তাদের প্রশিক্ষণ দিয়ে কার্যক্রমে অন্তর্ভুক্ত করা, স্কুলের ছেলে মেয়েদের সঠিক তথ্য প্রদান, পিতা-মাতার সাথে মতবিনিময়, সাংস্কৃতিক প্রতিযোগীতা, সরকারী কর্মকর্তাদের সাথে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ব্যাপারে তিনি গণমাধ্যমের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল যুব বান্ধব সেবা কার্যালয়ে কিশোর কিশোরীদের  (১৪-২৪ বছর) প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিয়ে ২০১১ সাল থেকে দেশের ১২টি জেলা-উপজেলায় ইউবিআর কার্যক্রম চালিয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত