আটক আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোয়ে-কে কারাগারে প্রেরণ

Published: 19 Oct 2015   Monday   

আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ে-কে পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার রাঙামাটির অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে তোলা হয়েছে। এতে পুলিশ তার বিরুদ্ধে পূনরায় রিমান্ড আবেদন না করায় বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ ও আগামী ২ নভেম্বর পুনরায় আদালতে হাজির করার নিদের্শ দিয়েছেন। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহাহিদ উল্লাহ সরকার জানান, সন্ত্রাস বিরোধী আইনে পাঁচ দিন রিমান্ড শেষে  সোমবার আটক আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে-কে আদালতে হাজির করা হয়েছে। রিমান্ডে আটক আরাকান আর্মির নেতা অনেক গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। রিমান্ডে পাওয়া এসব গুরুত্বপুর্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাইকালে যদি রিমান্ডের প্রয়োজন দেখা দেয় তাহলে পুনরায় আদালতের কাছে আবেদন জানিয়ে তাকে রিমান্ডে নেয়া হবে। তবে তার বিরুদ্ধে আদালতে নতুন করে চাওয়া হয়নি।

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে অপাতত আদালতের কাছে রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কারাগারে প্রেরণ এবং আগামী ২ নভেম্বর আসামী ডা. রেনিন সোয়ে-কে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলাম পুরের একটি নির্মানাধীন মসজিদ থেকে ডা.রেনিন সোয়ে-কে আটক করার পর তাকে আদালতে তোলা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডা. রেনিন সোয়ে ও আট তিন জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, বিদেশী নাগরিক আইন ও মুদ্রা আইনে তিনটি মামলা দায়ের করা হয় রাজস্থলী থানায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত