আটক আরাকান আর্মির শীর্ষ নেতা নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন

Published: 16 Oct 2015   Friday   

আটক আরাকান আর্মির নেতা ডা.রেনিন সোয়ে নিজেকে মিয়ানমারের একজন নাগরিক বলে স্বীকার করেছেন। বুধবার আদালতের আদেশ পুলিশ ৫দিনের রিমান্ডে নিয়ে এ পর্ষন্ত তার কাছে সঠিক নাগরিক পরিচয় জানা গেছে বলে রাঙামাটি জেলা পুলিশের একজন উর্দ্ধতন সূত্রে এ কথা জানা যায়।

সূত্র জানায়, আটক আরাকান আর্মি নেতা ডা.রেনিন সোয়ের কাছ  থেকে উদ্ধারকৃত ৬টি ক্রেডিট কার্ডের লেনদেনের বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মতে,যে সমস্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশে এবং বিদেশে তিনি কার সাথে লেনদেন করতন সে বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আগামী রোববার আটক আরাকান আর্মির নেতা রিমান্ডের মেয়াদ শেষ হচ্ছে।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুরের একটি নির্মানাধীন মসজিদ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা.রেনিন সোয়ে-কে গ্র্রেফতার করে পুলিশ ও বিজিবির সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ৪১ হাজার ভারতীয় মুদ্রা,নেদারল্যান্ডের পাসপোর্ট ও ৬টি ক্রেডিট, ১টি আইডি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনের দুটি মামলা ছাড়া মুদ্রা আইনে আরো একটি মামলা দায়রে করা হয়েছে।

এর আগে গত ২৮ আগষ্ট যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার তাইন্দং পাড়ার কলেজ রোডস্থ এলাকায় ডা.রেনিন সোয়ের তিন তলা বাড়ীতে অভিযান চালিয়ে আরাকান আর্মির পোশাক, ২টি ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। পরে ৩০ আগষ্ট বাড়ীর দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। এ ঘটনার পর ডা. রেনিন সোয়ে দীর্ঘ ১ মাস ৬ দিন পলাতক থাকার পর বুধবার যৌথ বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত