বান্দরবানের লামা উপজেলায় বুধবার লাকড়ীবাহী একটি পিকআপ ভ্যান পাহাড়ী খাদে পড়ে ১জন নিহত ও অপর ২জন আহত হয়েছে। নিহতের লাকড়ী ব্যবসায়ীর নাম আবু হান্নান(৫০)। আহতরা হলেন শাহজাহান(৩২) ও বাবলু(২২)। তাদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে উপজেলার আজিজ নগর সড়কে দিয়ে লাকড়ী বোঝাই একটি পিকআপ ভ্যান আজিজ নগর বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন লাকড়ী ব্যবসায়ী আবু হান্না। এসময় সিপাহী আব্দুর রাজ্জাক প্রাথমিক বিদ্যালয় এলাকার কাছাকাছি পৌছলে গাড়ীর চালক নিয়ন্ত্র হারায়। এতে পিকআপটি তিনশ ফুট পাহাড়ী খাদের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আব্দুল হান্নান নিহত হন। এবং শাহজাহান(৩২) ও বাবলু(২২)। নামের দুজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি ভ্যানটি জব্দ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.