বান্দরবানে হস্তশিল্প মেলার নামে জুয়ার আসরঃ প্রশাসনের নীরবতায় জনমনে ক্ষোভ

Published: 14 Oct 2015   Wednesday   
no

no

বান্দরবান রাজার মাঠে মাসব্যাপী পাট পণ্য ও হস্তশিল্প মেলার নামে জুয়ার আসর বসেছে বলে অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন বয়সী মানুষের সাথে ভিড় জমাচ্ছে স্কুল পড়ুয়া শিশু কিশোররাও। অভিযোগ রয়েছে মাঠের নিরাপত্তায় পুলিশী প্রহরার ব্যবস্থা থাকলেও তাদের সামনেই চলছে এই অবৈধ জুয়ার আসর। এতে এলাকার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মাঠের উত্তর-পশ্চিম পাশে একটি স্টলে শিশু-কিশোরদের ভিড়। ভেতরে পাঁচজন জুয়াড়ি তাদের পসরা সাজিয়ে বসেছে। টেবিলে সাজানো বিভিন্ন ছবির ওপর বাজি ধরলে দ্বিগুণ-তিনগুণ টাকা জেতা যায়।

সেখানে খেলতে আসা ডনবস্কো স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মংক্যথোয়াই মারমা জানায়, সে স্কুলে শুনেছে রাজার মাঠের মেলায় একশ’ টাকা দিয়ে ‘সাবান খেলা’ খেললে তিনশ’ টাকা পাওয়া যায়। তাই সে বেশি টাকা জেতার আশায় সেখানে এসেছে।

জুয়ার পসরা সাজিয়ে বসা কয়েক জনের মধ্যে শফিকুর রহমান নামের একজন জানান, তারা মেলার আয়োজকদের কাছ থেকে দৈনিক ৩ হাজার টাকা ভাড়ায় স্টল নিয়েছেন। নির্বিঘ্নে জুয়া চালাতে পারলে মেলার মাঠে কর্মরত পুলিশ সদস্যদেরকেও তারা কিছু ‘উপরি’ দিতে চান।

এ ব্যাপারে মেলার আয়োজক ডেভেলাপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস)- এর কর্মকর্তা ইকবাল মাহমুদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এখন ঢাকায়। নারী উদ্যোক্তাদের হস্তশিল্পজাত পণ্যের প্রচার-প্রসারের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। কেউ সেখানে স্টল ভাড়া নিয়ে জুয়ার আসর বসালে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, মেলার মাঠে এ ধরনের কোনো খেলা চালানোর অনুমতি নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বান্দরবান চেম্বার অব কমার্স ও উইম্যান চেম্বারের সহযোগিতায় মেলাটির আয়োজন হলেও উইম্যান চেম্বারের একাধিক নেত্রী এ মেলার আয়োজন সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বান্দরবান শহরের রাজার মাঠে এই মেলা শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত