রাঙামাটিতে শুরু হয়েছে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা

Published: 10 Oct 2015   Saturday   

শনিবার  থেকে রাঙামাটিতে শুরু হয়েছে অনুর্ধ-২১ আইজিপি কাপ আন্ত উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা। চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটির ২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ  ঊষাতন তালুকদার। এ সময় রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বরুন দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় রাঙামাটি জেলার ১০ উপজেলার ক্রীড়া সংস্থার কাবাডি দল অংশ নিয়েছে।  প্রতিযোগিতায় উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলা দল ৩৪ পয়েন্টে ব্যবধানে রাঙামাটি সদর উপজেলা দলকে পরাজিত করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত