মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার আদালতে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সৃষ্ঠ সাম্প্রদায়িক ঘটনার মামলা শুনানী অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার আদালতে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর রাঙামাটি শহরে সাম্প্রদায়িক ঘটনার মামলা শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান। আদালতে শুনানীতে স্বাক্ষ্য দেন ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা, সময় টিভির প্রতিনিধি হেফাজতুল বারি সবুজ, ৭১ টিভির উছিংচা রাখাইন কায়েস, এনজিও কর্মী ধীমান খীসা এবং শিমুল চাকমা।
উল্লেখ্য ২০১২ সালে ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারী কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হলে শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীসহ দেড় শতাধিক লোকজন হামলার শিকার হন। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার বেসরকারী টিভি ইনডিপেনডেন্ট ও দৈনিক মানবকন্ঠের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া এ ঘটনায় রাঙামাটির কোতয়ালী থানায় একাধিক মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.