রোয়াংছড়িতে অগ্নিকান্ডে৭টি দোকান পুড়ে ছাই

Published: 06 Oct 2015   Tuesday   

সোমবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বটতলী এলাকায় অগ্নিকান্ডে ৭টি দোকানঘর সম্পুর্ণ  ছাই হয়ে গেছে ।

স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেবেন্দ্র তঞ্চঙ্গ্যার চায়ের দোকানের রান্নার চুলা থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয় । এতে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ৭টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । প্রাথমিকভাবে এ অগ্নিকা-ে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

এদিকে মঙ্গলবার  বান্দরবানের জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন ও  ক্ষতিগ্রস্থদের  মাঝে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন।

রোয়াংছড়ি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত