রাঙামাটি জেলা প্রশাসন থেকে শিক্ষকদের জন্য নৌকা প্রদান

Published: 09 Sep 2014   Tuesday   

রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদ পরিবেস্টিত মগবান ইউনিয়নের কেরেট কাটা  অমর   স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নদী পারাপারের জন্য রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার নৌকা প্রদান করা হয়েছে।

মগবান ইউনিয়নের আওলাদ বাজার এলাকায় অনুষ্ঠিত শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যৌথ সভায় জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল  বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ নৌকা প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি সদর  উপজেলা পরিষদ চেয়ারম্যান অনরুন কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার রুমানা রহমান শম্পা ও মগবান ইউনিয়ন পরিসদ চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন সরকারী  ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুল পোষাক বিতরনের পাশাপাশি  প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন মূখী পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষকদের যাতায়াতের জন্য এই নৌকা বিতরন করা হলো।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত