বড়থলীর নতুন পুকুর এলাকা থেকে দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ

Published: 05 Oct 2015   Monday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবগঠিত দুর্গম বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকা থেকে দুর্বৃত্তরা দুই পর্যটকসহ ৩জনকে অপহরণ করেছে শনিবার এ অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরনের বিষয়টি সোমবার নিশ্চিত হওয়া গেছে। অপহৃতরা  হলেন আব্দুল্লাহ জুবায়ের(২৬) ও জাকির হোসেন মুন্না(৩৪) এবং স্থানীয় গাইড মাংছাই ম্রো(৩২)।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেন মুন্না নামের দুই পর্যটক শুক্রবার  ঢাকা থেকে বান্দরবানের রুমা উপজেলায় যান। ওই দুই পর্যটক রুমার স্থানীয় গাইড মাংছাই ম্রো-কে সাথে নিয়ে রুমা থেকে বিলাইছড়ি উপজেলার বড়থলী  ইউনিয়নের নতুন পুকুর দেখতে উদ্দেশ্য রওনা হন। ওই দিন বিকাল তিনটার দিকে সীমান্তবর্তী বড়থলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকায়  পৌঁছলে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। দুর্বত্তরা ৩জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময়  সীমান্ত পথ চিনিয়ে দিতে বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়া গ্রাম থেকে আরও ২ জন গ্রামবাসীকে সাথে করে নিয়ে যায়। পরে সীমান্তে পৌছার পর দুই গ্রামবাসীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। দুই গ্রামবাসী এলাকায় পৌঁছার পর  অপহরনের বিষয়টি প্রকাশ পায়। অপহৃতদের উদ্ধারে জন্য ইতোমধ্যে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নেমেছে। কোন গোষ্ঠী বা সংগঠন এ অপহরনের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির আনাগোনা রয়েছে।  বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি এ অপহরনের ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বড়থলী ইউনিয়নটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অর্ন্তভুক্ত হলেও দুর্গম ইউনিয়নবাসীকে যাতায়াত করতে হয় বান্দরবানের রুমা উপজেলা হয়ে। বড়থলী ইউনিয়নবাসীকে বিলাইছড়ি সদরে যেতে হলে দুর্গম পথ পেরিয়ে প্রায় দেড় থেকে দুদিন পায়ে হেটে যেতে হয়।

বড়থলী ইউপি চেয়ারম্যান আতুমং মারমা জানান, স্থাণীয় এক গাইডকে সাথে নিয়ে দু পর্যটক নতুন পুকুর দেখতে যাওয়ার সময় এদল দুর্বত্তরা ৩জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের এখনো কোন হদিশ মিলেনি। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অপহৃতদের ভারতীয় সীমান্তে ওপাড়ে নিয়ে গেছে। অপহৃতদের উদ্ধারের জন্য সেনা বাহিনীর অভিষানের পাশাপাশি স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে আসা দুই পর্যটক অপহরণ হওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত হওয়া গেছে।  অপহৃতদের উদ্ধারের জন্য সেনা বাহিনী ও পুলিশ যৌথভাবে অভিষান চালাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত