চন্দ্রঘোনায় সন্ত্রাসী আক্রমণের শিকার মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ

Published: 02 Oct 2015   Friday   

নিজ ভাগের জমি ছেড়ে না দেওয়ায় প্রতিবেশীদের সন্ত্রাসীর আক্রমণের শিকার হয়েছে বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ (৬৫) ও তার ছেলে দুর্জয় দাশ (২২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার রাইখালী বাজারে। আহতরা বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

আহত মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ জানান, রাইখালী বাজারে তার পৈত্রিক সম্পত্তি ২৩ শ ৫০ বর্গফিটের ঘর সমেত একটি দোকান রয়েছে। বেশ কিছুদিন ধরে তা কয়েক নিকট প্রতিবেশী আত্মীয় সেখানে অবস্থান করছে। ইতিমধ্যে ওই জমিতে তার অংশটি প্রতিবেশীদের নামে লিখে দেওয়ার জন্য তাকে নানা ভাবে চাপসহ হুমকি দেওয়া হচ্ছে। জমি লিখে না দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ঘটনার দিন মুক্তিযোদ্ধা দীলিপ কুমার বাজারে অবস্থিত তার দোকানে বসে বেচা বিক্রি করার সময় ৫/৬ জনের একটি গ্রুপ অতর্কিত দোকানে হামলা চালায় এবং তাকে বেদম মারধর করে। তার ছেলে দুর্জয় বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এদিকে, শুক্রবার আহত মুক্তিযোদ্ধা দীলিপ কুমারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন চৌধুরী। তারা এ ন্যাক্কার জন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবী জানান।

ওসি জহুরুল আনোয়ার জানান,এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত