বান্দরবানে বিজিবি’র টয়লেট ভাংচুরকে কেন্দ্র করে বনবিভগের ৪ কর্মকর্তা আটক

Published: 02 Oct 2015   Friday   

বান্দরবানের আলিকদমে বন বিভাগের লোকজন কর্তৃক  বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি’র) টয়লেট ভাংচুরের ঘটনায় চার বনবিভাগের কর্মকর্তাকে আটক করেছে বিজিবি।

জানা যায়, আলিকদম উপজেলার নয়া পাড়া এলাকায় নব গঠিত বিজিবি’র ৫৭ ব্যাটালিয়ান হেড কোয়াটারের ভবন নির্মানের কাজ চলছে। ভবন নির্মান কাজে নিয়োজিত শ্রমিকদের পার্শ্ববতী একটি জায়গায় অস্থায়ী ৪টি টয়লেট নিমার্ন করা হয়। শুক্রবার বিকালে বিজিবি সদস্যদের অনুপস্থিতিতে বন বিভাগের কর্মকর্তারা উক্ত টয়লেট গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে বিজিবি’র সদস্যরা মাতামুহুরী ব্রীজ এলাকা থেকে বন বিভাগের ৪ কর্মকর্তাকে আটক করে বিজিবি ব্যাটালিয়ান হেড কোয়াটারে নিয়ে আসেন। আটকৃতরা হলেন-মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মাসুদ আলম,ফরেষ্টার মাজাহারুল ইসলাম,ইয়াংছা বিট কর্মকর্তা আবদুল জলিল এবং কর্মচারী হাসমত আলী। বিকাল ৫টার দিকে তাদের মুচ লেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 আলিকদম বিজিবি’র ৫৭ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিনা কারনে বিজিবির জায়গা নিয়ে বন বিভাগ বাড়াবাড়ি করছে। ২০১১ সালে যখন বান্দরবান জেলা প্রশাসক বিজিবিকে জায়গাটি বন্দোবস্তি দেয়ান জন্য বন বিভাগের কাছ থেকে মতামত চায়। তখন উক্ত জায়গা সম্পুর্ন খাস এবং তাতে বন বিভাগের কোন দাবী নেই মর্মে বন বিভাগ একটি প্রতিবেদন দাখিল করে। পরে যখন জেলা প্রশাসর উক্ত জায়গা বিজিবিকে হস্তান্তর করে তখন বন বিভাগ জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে উক্ত মামলা খারিজ হয়।

তিনি আরো বলেন,বিজিবি সরকারী বাহিনী এবং বন বিভাগও সরকারের একটি প্রতিষ্টান। বড় মদকে যে ১০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে তা গোটা সীমান্ত আলীকদম বিজিবি’র আওতায় পড়েছে। সুতরাং উক্ত অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রনে আলীকদমে বিজিবি’র ব্যাটালিয়ান হেড কোয়াটার স্থাপন জরুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত