রাঙামাটিতে চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উদযাপন

Published: 01 Oct 2015   Thursday   

স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই-এর ১৭ বছরে পর্দাপণ উপলক্ষে বৃহষ্পতিবার কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দৈনিক গিরির্দপন সম্পদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ। চ্যানেল আইয়ের রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা সুবির কুমার চাকমা, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহালম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমূখ।

এর আগে চ্যানেল আইয়ের ১৭ বছর পর্দাপনে রাঙামাটিতে কেক কেটে সুচনা করেন, দৈনিক গিরির্দপন সম্পদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বাংলা চ্যানেলগুলোর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। তার মধ্যে চ্যানেল আই পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীদের মন জয় করতে পেরেছে।১৭ বছর মানুষের বয়স বিবেচনায় কৈশোর-তারুণ্যের এক সন্ধিক্ষণ। প্রতিষ্ঠান হলেও আমাদের কাছে চ্যানেল আই নিয়ে বিবেচনা একই রকম। চ্যানেল আই পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া গণমানুষের সম্মিলিত আকাংখা পূরণের দিকে কাজ করবে। তাছাড়া বিশ্বের অন্যান্য টেলিভিশনের সঙ্গে সমতা রেখে এখনই যদি দেশের বাংলা স্যাটেলাইট টেলিভিশনের নীতি-নির্ধারিত করা প্রয়োজন রয়েছে। শুধুমাত্র সংবাদ প্রচার করলেই হবে ন্ াবস্তু-নিষ্টা ও সঠিক সংবাদই গণমাধ্যমের উজ্জল দৃষ্টান্ত।

উল্লেখ্য,১৯৯৯ সালের ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেল আই।  এখনও চ্যানেলটি সমানভাবে ধরে রেখেছে তার জনপ্রিয়তা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত