নিয়োগপ্রাপ্ত কমিউনিটি স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবীতে সোমবার রাঙামাটিতে মানববন্ধন ও সিলিভ সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সমাবেশে বলেন, গ্রামীণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হতদরিদ্র জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য ২০১১ সালে কমিউনিটি স্বাস্থ্য সেবাদানকারী কর্মী নিয়োগ দেয়া হয়। কিন্তু প্রকল্পটি বাতিল ও ট্রাষ্ট আইন পাস হলে নিয়োগপ্রাপ্তরা বেকার হয়ে পড়বে। সেই সাথে গ্রামীণ জনগোষ্ঠীসেবা থেকে বঞ্চিত হবে এবং পারিবারিক,সামাজিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়বে।
বক্তারা মানবিক দিক বিবেচনা করে জরুরী ভিত্তিতে কমিউনিটি স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবি জানান।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন(সিএইচসিপি) রাঙামাটির উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে দেন সএইচসিপি রাঙামাটির আহ্বায়ক সুব্রত দেওয়ান, সদস সচিব মোঃ সানাউল্লাহ, জেলা সমন্বয়কারী মুন্নি চাকমা, প্রচার সম্পাদ নিম্নি চাকমা ও মোঃ মাসুদ।
মানবন্ধনে রাঙামাটি জেলায় বিভিন্ন কমিউনিটি সেন্টারে নিয়োগপ্রাপ্ত ১শ ৩৯জন স্বাস্থ্য সেবাদানকারী কর্মী অংশ নেন। মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.