সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত সাংবাদিক রাসেলের সুচিকিৎসায় জেলা পরিষদের আর্থিক সহায়তা

Published: 16 Sep 2015   Wednesday   

দৈনিক রাঙামাটি ও সাপ্তাহিক পার্বত্য কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মোখলেছ-উর রহমান ভূঁইয়ার ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত জাহিদুর রহমান রাসেলের সু-চিকিৎসার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সহায়তার এগিয়ে এসেছে।

বুধবার বিকেলে পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে রাঙামাটিতে সাংবাদিক নেতাদের হাতে  নগদ ১লক্ষ টাকা প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সিএইটি নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক এম এম শামসুল আলম, রাঙামাটি রিপোটার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, কোষাধ্যক্ষ ফতেমা জান্নাত মুমু, সদস্য কামাল উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর শহরের পাবলিক হেলথ এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি ট্রাদ ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সাংবাদিক জাহিদুর রহমান রাসেল (২৬) গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত