কাপ্তাইয়ে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে দিনব্যাপী কর্মশালা

Published: 15 Sep 2015   Tuesday   

কাপ্তাইয়ে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে ইয়ুথ অন ফ্রেন্ডলী সার্ভিসেস’ (ওয়াইএফএস)-এর ইউনিটি ফর বডি রাইট্স প্রোগ্রাম ও খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল চন্দ্রঘোনার উদ্যোগে  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা। প্রোগ্রাম অফিসার সিমসং চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলকা চাকমা। বক্তব্য রাখেন, সাংবাদিক কবির হোসেন, কাজী মোশারফ হোসেন, নজরুল ইসলাম লাভলু, ব্র্যাক কর্মকর্তা আরিফুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋমি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত