জুরাছড়িতে সুদমুক্ত ঋন বিতরণ

Published: 15 Sep 2015   Tuesday   

মঙ্গলবার জুরাছড়িতে উপজেলা সমাজ সেবা উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজ কল্যাণ কার্যালয়ে পল্লী সমাজ সেবা কার্যক্রম কর্মসূচীর আওতায় আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কর্মকর্তা আল্পনা চাকমা,  বনযোগীছড়া চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, পরিসংখ্যান কর্মকর্তা সুভাস চাকমা, সমবায় কর্মকর্তা শ্যামল চক্রবত্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  উপজেলা ৭২ জন সদস্যকে ১৪ লক্ষ টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋন বিতরন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ  চেয়ারম্যান ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আতœ-নির্ভর ও দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, দেশের একটি শ্রেণীর মানুষ রয়েছে ঋন গ্রহন করে যথাযথভাবে পরিশোধ করে না। ফলে এ সব শ্রেণীর মানুষদের কারণে অন্যরা ঋন সুবিধা থেকে বঞ্চিত হয়। নিজেদের ভাগ্য পরির্বতন ও  ঋন যথা সময়ে পরিশোধ করে অন্যে ভাগ্যউন্ননের সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত