বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ২

Published: 15 Sep 2015   Tuesday   

মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলা সদরের চৌমুহনী এলাকায় ২৭ পিস ইয়াবাসহ ইয়বা ব্যবসায়ী ছোটন মজুমদার(২৮) ও মোঃ জুয়েল (২২) নামের দুজনকে আটক করেছে বিজিবির সদস্যরা।

পুলিশ জানায়, মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলা সদরের চৌমুহনী এলাকা থেকে একটি মোটর সাইকেল দুই আরোহী পুরাতন মারিশ্যা এলাকায় যাচ্ছিল। এসময়  বিজিবি সদস্যদের সন্দেহ হলে মোটরকেল থামিয়ে মোইকেল ও দুই আরোহীর শরীর তল্লাশী করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবাসহ মোটরসাইকেল চালক  জুয়েল ও  আরোহী ছোটন মজুমদারকে  আটক করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা ও আটক দুজনকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

বাঘাইছড়ি থানার উপপরিদর্শক ইমন সত্যতা স্বীকার করে জানান, ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত