লামায় সম্পত্তি ভাগভোটোয়ারা নিয়ে হামলায় আহত ২

Published: 13 Sep 2015   Sunday   

লামা বাজারের ছোট নুনার বিলের মার্মা পাড়ায় পৈত্রিক সম্পত্তি ভাগভাটোয়ারা নিয়ে চাচা ও নিকট আত্মীয়দের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে ভাবী ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে লামা পৌরসভা মধুঝিরি এলাকায়। আহত মা ছেলে আপ্রু মে মার্মা (৫২) ও উথোয়াইগ্য মার্মা(৩২) লামা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

লামা থানা সূত্রে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড ছোট নুনার বিলের মার্মা পাড়ার বাসিন্দা আপ্রু মে মার্মার স্বামী মৃত রে অং মার্মা পৈত্রিক সূত্রে ৭নং ওয়ার্ড মধুঝিরি এলাকায় ১২৬ নং খতিয়ানের ৪১ শতক জায়গার মধ্যে প্রায় ১০শতক জায়গায় বসতিসহ ভোগদখলে রয়েছে। কিন্তু কিছু দিন পূর্বে রে অং মার্মা মারা যাওয়ার সুযোগে মামলার বাদীর স্বামীসহ অন্য ভাইরা সম্পত্তির ভাগ না দিয়ে নিজেরাই সম্পূর্ণ দখলে নিতে ষড়যন্ত্র চালায়। দীর্ঘদিন ভোগদখলে থাকা আপ্রু মে মার্মানী তার জায়গায় বাড়ি করে ভাড়া দেয়। প্রায় বিবাদীরা এসে ভাড়াটিয়া ও বাদীকে হুমকি দমকি দিত। শনিবার মামলার বিবাদী ক্যচাচিং মার্মা (৫৮), ক্যহ্লাচিং মার্মা (৫৬), মেফা মার্মা (২৮), অংথোয়াই মার্মা (৩১), গওয়াইংবু মার্মা (৫২) ও মাক্যপ্রু মার্মা (৫৩) সংঘবদ্ধভাবে ভাড়াটিয়া আইরিন আক্তারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ সংবাদ শুনে আপ্রু মে ঘটনাস্থলে গেলে বিবাদীরা তার উপর ক্ষিপ্ত হয়ে শরীরের স্পর্শকাতর স্থানে প্রচন্ড মারধরসহ শ্লীলতাহানির  চেষ্টা চালায়। এলাকার লোকজন আহত আপ্রু মে-কে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে।  বর্দমানে মা ও ছেলে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।এ ঘটনায় আপ্রু মে মার্মা শনিবার রাতে লামা থানায় একটি অভিযোগ করেন।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিকুর রহমান মজুমদার বলেন, মা ছেলে দু’জনেই আহত অবস্থায় লামা হাসপাতালে ভর্তি  রয়েছেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, আহত আপ্রু মে মার্মা’র লিখিত একটি অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করতে একজন এসআই কে দায়িত্ব দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত