বান্দরবান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ভস্মিভুত আহত ৩

Published: 09 Sep 2015   Wednesday   

বান্দরবান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর ভস্মিভুত হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ৩জন আহত হয়েছে।

প্রত্যক্ষর্দশীরা জানায়. বুধবার বিকাল ৩টার দিকে বান্দরবান বাজারের বাজার মসজিদ সংলগ্ন এলাকায় একটি বসতঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন চার পাশে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেয়। এসময় আগুন কয়েকটি দোকানের গোডাউনে ছড়িয়ে পড়লে পার্শ্ববতী সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে ইলিয়াছ কোম্পানী,তার ভাই লেয়াকত আলী এবং শামসুসহ আরও কয়েক জনের ১২টি বসতঘর সম্পুর্ন ভস্মিভুত হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রন আনতে গিয়ে মামুন(৩০) শফিক(৩৫) ও আব্দুল্লাহ(৪৫) নামের তিনজন আহত হয়েছে। আহতদের সেনাবাহিনী প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থ ইলিয়াছ কোম্পানী জানান,অগ্নিকান্ডে নগদ টাকা,স্বর্ন ও মুল্যবান জিনিস পত্রসহ তাদের প্রায় পঞ্চাশ লক্ষা টাকা ক্ষতি হয়েছে। তাহার ঘরের পার্শ্ববতী মুদির দোকানের একটি গোডাউন এর বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তিনি জানান।

বান্দরবাস ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আবদুস ছাত্তার মন্ডল জানান,বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত