রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে শুক্রবার ইউপি চেয়ারম্যান শিক্ষা বৃত্তি প্রদান ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানের আযোজন করা হয়।
বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ মিলনায়তনে ২নং মগবান ইউপি চেয়ারম্যান বৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। ২নং মগবান ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা।
অনুষ্ঠানে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান এবং ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বির্নিমানের জন্য তাদের শিক্ষার প্রতি অধিক মনোযোগী হতে অভিভাবকদের প্রতি আহবান এবং পাহাড়ের অনগ্রসর জনগোষ্ঠীর পরিবারের সকল সন্তান যাতে উচ্চ শিক্ষার সুযোগ পায় সে লক্ষে শিক্ষা জীবনের শুরুতেই পরিকল্পনা নেয়ার জন্য সকল অভিভাবকদের পরামর্শ দেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.