রাজস্থলীতে আটক বাড়ীর দুই কেয়ারটেকারকে জেল হাজতে প্রেরন,রোববার রিমান্ডের শুনানী

Published: 29 Aug 2015   Saturday   

রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সহযোগী সদস্য এবং অপর পলাতক বাড়ীর মালিকের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। একই সাথে আটক বাড়ীর দুই কেয়ারটেকারের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

এদিকে,বাড়ীর দুই কেয়ারটেকারকে শনিবার রাঙামাটির আদালতে তোলার পর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) অনুপস্থিতি ও মামলার ডকেট না থাকায় আদালত সংক্ষিপ্ত শুনানী শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সাথে রোববার রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করে মামলার আইও-কে উপস্থিত থাকার জন্য নিদের্শ দেন বিজ্ঞ আদালত।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উল্লাহ সরকার জানান, রাজস্থলী উপজেলার নয়া পাড়ায় কলেজ রোডস্থ এলাকায় যৌথ বাহিনী অভিযানে একটি বাড়ী থেকে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সহযোগী সদস্য অংওয়েন রাখাইন ও পলাতক থাকা নেদারল্যান্ড প্রবাসী ও বাড়ীর মালিক ডা. রান নিন সোয়েসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শুক্রবার রাতে সন্ত্রাস দমন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। এছাড়া, ডা. রান নিন সোয়ের বাড়ীর দুই কেয়ারটেকার মংবই চসুই অং মারমা ও মংসোয়াং মারমার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন মামলা দায়ের করা হয়েছে রাজস্থলী থানায়।

এদিকে, রাঙামাটি জেলা দায়রা ও জজ আদালতের কোর্ট ইনসপেক্টর মবিনুল ইসলাম জানিয়েছেন, আটক বাড়ীর কেয়ারটেকার মংবই চসুই অং মারমা ও মংসোয়াং মারমাকে শনিবার রাঙামাটির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসুদ্দিন খালেদের আদালতে তোলা হয়। এতে পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে কাছে আবেদন জানায়। বিজ্ঞ আদালত এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপস্থিত না থাকায় ও মামলার কাগজপত্র অসম্পূর্ন (মামলার ডকেট) থাকায় রিমান্ড না মঞ্জুর করে সংক্ষিপ্ত শুনানী শেষে দুজনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। একই সাথে বিজ্ঞ আদালত রোববার রিমান্ডের শুনানীর দিন ধার্য্য ও মামলার আইও-কে উপস্থিত থাকার জন্য নিদের্শ দেন।

শুক্রবার বিকালে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নেদারল্যান্ড প্রবাসী ডা. রান নিন সোয়ের বাড়ীর বর্তমান কেয়ারটেকার মংসোয়াং মারমাকে ২ নং গাইন্দা ইউপির পাইথুই পাড়া থেকে আটক করে। অপরদিকে একই সময়ে বাড়ীর সাবেক কেয়ারটেকার চসুই অং মারমাকে উপজেলার মব্বই পাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে আটক করে।

উল্লেখ্য,বুধবার রাতে রাজস্থলী উপজেলার নয়া পাড়ায় কলেজ রোডস্থ এলাকায় বুধবার রাতে ডা. রান নিন সোয়ে নামের এক নেদারল্যান্ড প্রবাসীর বিলাস বহুল দিদ্বতল বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অংওয়েন রাখাইন (২০) নামের মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সহযোগীকে আটক করে। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা আরাকান আর্মির ৩সেট ইউনিফম. আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, ৩টি লেফটপ, দুটি ঘোড়া, দুটি ডিজিটাল ক্যামরা, ১টি হ্যান্ডিক্যামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত