রাজস্থলীতে আরাকান আর্মি এক সদস্যকে আটকের পর আরও দুই সহযোগীকে আটক

Published: 28 Aug 2015   Friday   
রাজস্থলীতে ডা. রান নিন সোয়ের সুরম্য দ্বিতল পাকা বাড়ী।

রাজস্থলীতে ডা. রান নিন সোয়ের সুরম্য দ্বিতল পাকা বাড়ী।

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যকে আটকের পর  শুক্রবার বিকালে ৪টার দিকে সেনা বাহিনীর সদস্যরা আরও দুই সহযোগীকে আটক করেছে। এরা হলেন নেদারল্যান্ড প্রবাসী ডা. রান নিন সোয়ের বাড়ীর বর্তমান কেয়ারটেকার মংসোয়াং মারমা(৪২) ও  সাবেক কেয়ারটেকার চসুই অং মারমা(৩৯)।

এদিকে, আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে শুক্রবার রাঙামাটি জেলা জজ আদালতে তোলার পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায় শুক্রবার বিকালে সেনা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেদারল্যান্ড প্রবাসী ডা. রান নিন সোয়ের বাড়ীর বর্তমান কেয়ারটেকার মংসোয়াং মারমাকে ২ নং গাইন্দা ইউপির পাইথুই পাড়া থেকে আটক করে। অপরদিকে একই সময়ে বাড়ীর সাবেক কেয়ারটেকার চসুই অং মারমাকে উপজেলার মব্বই পাড়া পূর্নবাসন কেন্দ্র  এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

অপরদিকে,রাজস্থলী থানায় বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের মামলা দায়ের পর শুক্রবার আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে রাঙামাটি জেলা জজ আদালতে তোলা হয়। এতে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া ডা. রান নিন সোয়ে নামের নেদারল্যান্ড প্রবাসীর বাড়ীটি যৌথ বাহিনীর সদস্যরা সিলগালা করে দিয়েছেন। বর্তমানে বাড়ীর আশপাশে যৌথ বাহিনীর টহল জোরদার করেছে।

রাজজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উল্লাহ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সেনা বাহিনীর সদস্যরা বাড়ীর বর্তমান ও সাবেক দুই কেয়ারটেকারকে আটক করেছেন। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি আরও জানান,বুধবার রাতে আটক ব্যক্তিকে শুক্রবার জেলা আদালতে তোলার পর আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য,বুধবার রাতে রাজস্থলী উপজেলার নয়া পাড়ায় কলেজ রোডস্থ এলাকায় বুধবার রাতে ডা. রান নিন সোয়ে নামের এক নেদারল্যান্ড প্রবাসীর বিলাস বহুল দিদ্বতল বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অংওয়েন রাখাইন (২০) নামের মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সহযোগীকে আটক করে। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা আরাকান আর্মির ৩সেট ইউনিফম. আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, ৩টি লেফটপ, দুটি ঘোড়া, দুটি ডিজিটাল ক্যামরা, ১টি হ্যান্ডিক্যামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত