জনবার্তা নামে ম্যাগাজিনের প্রধান সম্পাদক নামধারী মোঃ আনোয়ারুল করিম (৩২) নামের এক ভূঁয়া সাংবাদিককে বৃহষ্পতিবার পুলিশে সোর্পদ করেছে বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা। ওই ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে বরকল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, বৃহষ্পতিবার সকালে বরকল উপজেলা পরিষদের পাশে একটি চায়ের দোকানে আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামরতন চাকমা ও বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্চয় মুনি চাকমার কাছ থেকে আলাদাভাবে স্বাক্ষাতকার নেয়ার সময় ওই সাংবাদিকের উল্টো পাল্টা প্রশ্ন করায় ভূয়াঁ সাংবাদিক হিসেবে চেয়ারম্যানদের সন্দেহ হলে বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি পুলিন বিহারী চাকমাকে বিষয়টি তারা অবগত করেন। পরে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা ওই জনবার্তা ম্যাগাজিনের সাংবাদিক নামধারী মোঃ আনোয়ারুল করিমকে তার পত্রিকার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে সাংবাদিক পুলিন বিহারী চাকমা পুলিশের গোয়েন্দা শাখার এক প্রতিনিধিকে সাথে নিয়ে ওই ভূয়াঁ সাংবাদিককে থানায় পুলিশের কাছে সোর্পদ করেন। থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে একজন ভূয়াঁ সাংবাদিক ও প্রতারক হিসেবে প্রমাণিত হয়। পরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পুলিন বিহারী চাকমা।
অপরদিকে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা ও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, জনবার্তা নামে ম্যাগাজিনের ওই ভূঁয়া সাংবাদিক গত তিন দিন আগে নানিয়ারচর,কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের সমস্যা ও উন্নয়ন কর্মকান্ড তার প্রকাশিত ম্যাগাজিনে প্রকাশ করার নামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষাতকার ও তাদের কাছ থেকে রিপোর্ট প্রকাশের নামে চাদাঁবাজি করে আসছিল।
বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা জানান, আনোয়ারুল করিমদের মত অনেক ভূঁয়া সাংবাদিক সাংবাদিকতার নাম দিয়ে সাংবাদিকদের মর্যাদাকে সমাজে ক্ষুন্ন করছে এবং কলংকিত করছে। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সাংবাদিক সমাজকে কলুষমুক্ত করা দরকার।
এ ব্যাপারে বরকল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, সাংবাদিক নামধারী মোঃ আনোয়ারুল করিমের বিরুদ্ধে ভূঁয়া সাংবাদিক ও প্রতারণা করে জন প্রতিনিধিদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক পুলিন বিহারী চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.