খাগড়াছড়িতে স্কুল ক্যাম্পাস এলাকায় শিবির কর্মী আটক

Published: 27 Aug 2015   Thursday   

খাগড়াছড়ির জেলা সদরের বিয়াম স্কুল সংলগ্ন ক্যাম্পাস এলাকা থেকে বিপুল সংখ্যক বই, লিফলেটসহ মোঃ লিটন হোসেন নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর  দিকে তাকে আটক করা হয়। লিটন হোসেন শহরের শালবন এলাকার আমিন হোসেনের ছেলে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আব্দুল মজিদ আলী ও সদর সার্কেল রইস উদ্দিন জানান, খাগড়াছড়ি সদরের বিয়াম স্কুল সংলগ্ন এলাকায় সাথী সমাবেশ করছিলেন শিবিরের নেতাকর্মীরা। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঞা জানান, শিবির কর্মী আটক ব্যক্তিকে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারগারে প্রেরন করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত