রাঙামাটির রাজস্থলীতে আরাকান আর্মির পোশাক,ঘোড়া ও বিভিন্ন সরঞ্জামসহ এক সদস্য আটক

Published: 27 Aug 2015   Thursday   

রাঙামাটির-বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় বুধবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অং ইউ ইয়াং রাখাইন(২০) নামের মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সহযোগীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে আরাকান আর্মির ৩সেট ইউনিফরম. আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, ৩টি লেফটপ, দুটি ঘোড়া, দুটি ডিজিটাল ক্যামরা, ১টি হ্যান্ডি ক্যাম, মোটর সাইকেলসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় ডা. রান নিন সোয়ে মারমা নামের এক নেদারল্যান্ড প্রবাসীর বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় দ্বিতল পাকা বাড়ীটি তালা বদ্ধ অবস্থায় ছিল। পরে  যৌথ বাহিনীর সদস্যরা তালা ভেঙ্গে বাড়ীর ভেতর তল্লাশী চালিয়ে নিচ তলা থেকে একটি কক্ষ থেকে ডা. রান নিন সোয়ে মারমার সহযোগী অং ইউ ইয়াং-কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দুটি হাতের কব্জি বোমার স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত। এসময় তার কাছ থেকে আরাকান আর্মির তিন সেট ইউনিফরম. ৩০ গজ আরাকান আর্মির কাপড়, ৩টি ল্যাপটপ, দুটি ঘোড়া, ২টি ডিজটিাল ক্যামরা, ১টি হ্যান্ডিক্যাম, মোবাইল সেট, ৩টি মোটর সাইকেল, ইন্টারনেট মডেম, পাসপোর্ট(তার বাচ্চার) উদ্ধার করা হয়। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল ইসলমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অং ইউ  মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন এবং তার বাড়ী আরাকান রাজ্যে। তার বিরুদ্ধে দুটি পৃথক  মামলা দায়ের করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত