রাঙামাটিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভা

Published: 14 Jun 2014   Saturday   

শনিবার রাঙামাটি জেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউটে বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, মুজাদ্দেদই আল ফেসানীর প্রধান শিক্ষক নুরুল আলম পাটোয়ারী, সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দীন ভুইয়া প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী ।

 প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন রাঙামাটি জেলার শিক্ষার মান উন্নয়নে জেলা পরিষদ আগামীতে আরও গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহণ করবে এবং নৈতিবাচকভাবে নয়, ইতিবাচকভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, শিক্ষক, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সাংবাদিক সকলের সমন্বয়ে একটি শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করে এ জেলার শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে নিরসন করা হবে মতব্যক্ত করেন।

 তিনি আরও বলেন, গত ২৬ মে পার্বত্য চুক্তির ধারা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে।ফলে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠি শিক্ষা ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিঅরার.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত