মানিকছড়িতে বিষপানে গৃহবধুর মৃত্যুঃ স্বামী আটক

Published: 23 Aug 2015   Sunday   

শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একসত্যা পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে হাছিনা আক্তার(২৯)  নামের এক গৃহবধুর বিষপানে মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মোঃ মীর হোসেন(৩৬) কে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা মানিকছড়ি উপজেলার পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরের দিকে গৃহবধু হাছিনা আক্তার স্বামী মীর হোসেনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরে বিষপান করে কাতরাতে থাকেন। স্থানীয়দের সহযোগীতায় স্বামী মীর হোসেন তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । তাদের সংসারে ২টি পুত্র সন্তান ও ১টি কন্যা সন্তান রয়েছে।

মানিকছড়ি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত স্বামীকে আটক করার পাশাপাশি লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত