জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ২ দিনের কর্মসূচী উদ্বোধন

Published: 21 Aug 2015   Friday   
no

no

শুক্রবার রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা শাখার প্রধান পৃষ্টপোষক হাজী মোঃ মুছা মাতব্বর। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহমেদ মান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদ আকতার,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মুজিবুর রহমান দীপু,জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ শাহনেওয়াজ সুমন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার সহ-সভাপতি কানু দাশ গুপ্ত, সাধারন সম্পাদক সুদীপ দাশ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকন, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা,বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি কলেজ শাখার সভাপতি সুবল বিশ্বাস, জেলা সদস্য স্নেহাশীষ বড়–য়া সিন্টু, ৮নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রমূখ। সাংস্কৃতিক প্রতিযোগীতায় ৪টি বিভাগে ৩শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে। আগামী ২৯ আগষ্ট সমাপণী অনুষ্ঠানে জেলা পরিষদ মিলনায়তনে কৃতিত্ব অর্জনকারী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুছা মাতব্বর বলেন, আগামী ভবিষ্যৎ  প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে পারলে জাতি উপকৃত হবে। ৭৫ এর ১৫আগষ্ট স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর থেকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর কথা ও দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে  তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশকে ও দেশের মানুষকে ভালোবাসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত