লামায় কিশোরীকে ধর্ষনের ঘটনায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের নিন্দা

Published: 21 Aug 2015   Friday   

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ায় ত্রিপুরা তরুনীকে ধর্ষনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙামাটি।

শুক্রবার ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের রাঙামাটির সাধারণ সম্পাদক ঝিুনুক ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ত্রিপুরা তরুনীটি শারীরিক অসুস্থজনিত কারনে ১৭ আগষ্ট সন্ধ্যায় লামা হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে ১৮আগষ্ট রাতেই হাসপাতাল পাড়ার সেলিম ও ৪র্থ শ্রেণীর দু কর্মচারী মিলে তরুনীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের নিকট আত্বীয় উইলিয়াম ত্রিপুরা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

প্রেস বার্তায় বলা হয়, অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের মাধ্যমে প্রশাসন জনগনকে বুঝিয়ে দিক আইন সবার কাছে সমান। প্রেস বার্তায় এ ঘটনায় সুষ্ঠ বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা  হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত