কতুকছড়িতে চাষীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

Published: 20 Aug 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ এর সমন্বিত কৃষি উন্নয়ন যৌথ প্রকল্পের কতুকছড়িতে কৃষকদের মাঝে  স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে কতুকছড়ি পূর্ব পাড়ার কৃষক মাঠ স্কুলের চাষীদের মাঝে ১টি স্প্রে মেশিন ও ১টি ফুট স্প্রে মেশিন প্রদান করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কৃষি প্রকল্পের কর্মকর্তা সুকিরণ চাকমা, কতুকছড়ি পূর্ব পাড়ার কার্বারী কান্দর সিং চাকমা, কৃষক সহায়তাকারী গুড়িমনি চাকমা উপস্থিত ছিলেন।

এসময় পরিষদ চেয়ারম্যান বলেন, বিতরণকৃত  স্প্রে মেশিন কৃষক মাঠ স্কুলের চাষীরা ফলজ ও জমিতে বিভিন্ন উন্নত সবজি গাছে স্প্রে করে পোঁকা মাকড় থেকে রক্ষা করতে পারবে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত