বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

Published: 08 Jun 2014   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রোববার এসএসসি পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অষ্টম থেকে দশম শ্রেণীর সেরা পাঁচ ছাত্র-ছাত্রীদের উদ্দীপনা মূলক সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের প্রভাষক বসুমিত্র চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধূরী, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ আলমগীর কবির প্রমূখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক বদ্রসেন চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগ প্রভাষক বসুমিত্র চাকমা বলেন, কৃতি শিার্থীদের  উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ  ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত