লামায় পাহাড়ী এক কিশোরীকে ধর্ষণ,আটক ১

Published: 19 Aug 2015   Wednesday   

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়পত্র নিতে এসে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে তিন পাষন্ড তাকে ধর্ষণ করে। তিন জনের মধ্যে দুইজন লামা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী। অন্যজন স্থানীয় মো: সেলিম।  এ ঘটনায় লামা থানায় ধর্ষণ মামল করাা হয়েছে। পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদকে আটক  করলেও অপর দুজনকে আটক করতে পারেনি।

পুলশি ও ঘটনার শিকার কিশোরীর পরিবারের স্বজনরা জানায়, সোমবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয় উপজেলার গজালিয়া ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ত্রিপুরা কিশোরী। চিকিৎসা শেষে মঙ্গলবার কিশোরীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয় লামা হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় কিশোরীটি হাসপাতালের স্টাফ নুর মোহাম্মদ ও শাহ আলমের কাছে মেডিকেল সনদের কথা বললে তারা ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নানা তালবাহানা করে তাকে বসিয়ে রাখে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে হাসপাতাল পাড়ার মিরাজ মাঝির ছেলে সেলিম (২৭) কিশোরীটিকে হাসপাতালের সম্মুখ থেকে জোর পূর্বক হাসপাতাল সংলগ্ন মাতামুহুরী নদীর পাড়ে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষনের ঘটনার পর মেয়েটি আশ্রয়ের জন্য লামা হাসপাতালে চলে আসার পর তাকে কর্তব্যরত এক নার্স আশ্রয় দেয়। পরবর্তীতে সুযোগ বুঝে লামা হাসপাতালের এমএলএসএস নুর মোহাম্মদ ও শাহ আলম নামের দুই নরপশু কিশোরীকে রাত ৮টার দিকে হাসপাতালের ডিউটির বিশ্রাম কক্ষে জোরপূবর্ক নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে ঘটনাটি কিশোরীটি তার আত্বীয়-স্বজনদের জানায়। এ ঘটনায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ লামা উপজেলার শাখার সভাপতি উইলিয়াম ত্রিপুরা বাদী হয়ে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেছেন(মামলা নং-০৭, তারিখ-১৯/০৮/২০১৫ইং)।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, ইতোমধ্যে এজাহার ভুক্ত আসামী লামা হাসপাতালের কর্মচারী নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। অপর দু’জনকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা করা জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত