জাতীয় শোক দিবস উপলক্ষে লামা মাতামুহুরী ডিগ্রী কলেজে আলোচনা সভা

Published: 18 Aug 2015   Tuesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষেলামা উপজেলার মাতামুহুরী ডিগ্রী কলেজে মঙ্গলবার আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য আবু মূসা ফারুকী, মাতামুহুরী কলেজের প্রভাষক অংথিং রাখাইন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শি বড়য়া, লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ। অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য আবু মূসা ফারুকী, মাতামুহুরী কলেজের প্রভাষক অংথিং রাখাইন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শি বড়ুয়া।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উদযাপন কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, জাতির জনকের জীবনীর উপর রচনা প্রতিযোগিতা, মিলাদ এবং দোয়া মাহফিল।

শোক দিবসের তাৎপর্য নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মনির হোসেন, মইনুল ইসলাম, সারজিনা জান্নাত, বেলাল উদ্দিন ও গোলাম আজম সৌরভ। রচনা প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম হাফসা খাতুন ২য় বর্ষ (মানবিক), ২য় উম্মে হাবিবা উর্মি (বিজ্ঞান) একাদশ শ্রেণী, ৩য় মোঃ মিজানুর রহমান (মানবিক) ২য় বর্ষ। তাছাড়া সকল অংশগ্রহণকারীকে শান্তনা পুরষ্কার দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে আমরা তাকে ও তার পরিবারকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি। চিরঞ্জিব এই বাঙ্গালী জাতির মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, অবিভক্ত বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে স্ব-পরিবারে জীবন দিতে হয়।

তিনি বিদেশে পলাতক থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত