মঙ্গলবার রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে পার্টনার এনজিওদের সাথে মানবাধিকার রক্ষা ও প্রতিকার বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়।
আশিকা কনফারেন্স হলে প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামস্ উদ্দিন খালেদ, ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিজ্ঞ সরকারী কৌশুলী ( জিপি) পরিতোষ কুমার দত্ত, অনণ্যা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী । এছাড়া প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন,এডভোকেট সৌরভ দেওয়ান, এডভোকেট মিলন চাকমা। প্রশিক্ষণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডভোকেসি অফিসার কনিম চাকমা এবং প্যারা লিগ্যাল সুগন্ধি চাকমা। প্রশিক্ষণে পাটনার এনজিও আশিকা, সা’স , সিআইপিডি, হিমাওয়ান্তি, উইভ, বান্দরবানের অনন্যা কল্যাণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
প্রশিক্ষণে অধিকার, মৌলিক অধিকার, ও মানবাধিকার,আন্তজার্তিক আইনে মানবাধিকার,বাংলাদেশ সংবিধান, মানবাধিকার এবং আইনগত সহায়তা প্রদান(সরকারী ও বেসরকারী পদ্ধতি), মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য,মানবাধিকার কমিশন, আর টি আই কমিশনের ভূমিকা বিষয়গুলো আলোচনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন ও রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামস্ উদ্দিন খালেদ, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য সেশনটি পরিচালনা করেন এবং মানবাধিকার রক্ষায় আন্তজার্তিক এবং সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়গুলো প্রাঞ্জল ভাষায় অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে তুলে ধরেন।
এডভোকেট পরিতোষ দত্ত এ প্রশিক্ষণের মাধ্যমে লদ্ধ জ্ঞান তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবে বলে আশা ব্যক্ত করেছেন।
নারী নেত্রী ডনাই প্রু নেলি বিচার প্রাপ্তিতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে মানুষদের অসচেতনতা, পার্বত্য অঞ্চলে বিশেষ করে বান্দরবান জেলায় ভাষাগত বিষয়টি ও বড় কারন হয়ে দাঁড়ায়-যার ফলে অনেক ক্ষেত্রে মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হয় বলে মন্তব্য করেন।
ব্লাস্ট রাঙামাটি ইউনিট সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান পার্টনার এনজিওর মাধ্যমে ব্লাস্টের কার্যক্রম আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত হচ্ছে যা একইভাবে মানবাধিকারে ধারণা ও বিচার প্রাপ্তিতার ব্যপারে মানুষদের সচেতনতাও বাড়ছে যা খুবই ইতিবাচক বলে উল্লেখ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.