এলাকার সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে- ঊষাতন তালুকদার এমপি

Published: 18 Aug 2015   Tuesday   

২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ  ঊষাতন তালুকদার ১৩ আগষ্ট থেকে চারদিন ব্যাপী রাঙামাটির বরকল উপজেলায় সফর করেছেন।  সফরের তিনি বিভিন্ন সরকারী অনুষ্ঠানে যোগদান ছাড়াও প্রত্যান্ত এলাকায় সরেজমিনে গিয়ে লোকজনের অভাব অভিযোগের কথা শুনেন। এসময় এলাকার লোকজন তাকে শিক্ষা,চিকিৎসা,খাবার পানির সংকট,রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ নির্মাণ সহ গাছ বাঁশ ও গরু ব্যবসার সমস্যার কথা তুলে ধরে সমাধানের দাবী  জানান।  তিনি এসব সমস্যা, অভাব-অভিযোগের কথা ধৈর্য্য ও মনোযোগের সাথে শুনার পর পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। 

জানা যায়, সাংসদ উষাতন তালুতদারের চারদিন ব্যাপী রাঙামাটির বরকল উপজেলায় সফরের মধ্যে ছিল  ১৩ আগষ্ট ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে আয়োজিত কর্নফুলি হ্রদে মৎস্য পোনা অবমুক্ত,বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে যোগদান করে বিজিবি ও এলাকার মানুষদের সাথে মত বিনিময়। এসময় ছোটহরিণা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শাহাবুদ্দিন ফেরদৌস তার জোনের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং এলাকার সমস্যার কথা তুলে ধরে সাংসদের কাছে সমাধানের পরামর্শ চান। তিনি একই দিনে সীমান্তের খুব্বাং এলাকায় খুব্বাং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন চাকমা বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ও ভবন সংকট, খুব্বাং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করণ সহ এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন।

সফরের অংশ হিসেবে সাংসদ উষাতন তালুকদার ১৪ আগষ্ট আইমাছড়া ইউনিয়নের ঠেগা আন্দারমানিক আর্য অষ্টাঙ্গিক মার্গ বন বিহারের মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় এ সময় এলাকার লোকজন বিদ্যালয় নির্মাণ করা, যোগাযোগের জন্য কালভার্ট ও ব্রীজ নির্মাণ, বিদ্যালয় শিক্ষকদের অনুপস্থিত,খাবার পানির ও চিকিৎসা  সংকটকের কথা তুলে ধরেন। এছাড়া এলাকার লোকজন সীমান্ত এলাকায় মুমুর্ষ রোগীদের জন্য একটি ওয়াটার এম্বুলেন্স দেয়ার দাবী জানান। ওই দিন সাংসদ ঠেগামুখ বাজার সেডে ব্যবসায়ী ও এলাকার মানুষদের সাথে মতবিনিময় সভাও যোগদান করেন। এসময় এলাকার লোকজন সম্প্রতি এলাকায় বন্যার পানিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি,বাগান বাগিচা,ধান ক্ষেত সবজি ক্ষেত ব্যাপক হারে ক্ষতি গ্রস্থের কথা তুলে দরেন। এছাড়া এ ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিকভাবে সহায়তা করা,গাছ বাশঁ ও গরু ব্যবসা নিয়ে সীমান্তে যে সমস্যা বিরাজ করছে তা নিরসনের ব্যাপারে সহায়তা চান এলাকার মানুষ। মতবিনিময় সভা শেষে সাংসদ ঠেগামুখ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করতে চাইলে   ক্লিনিকটি বন্ধ থাকায় তিনি পরিদর্শন করেননি।

ওই দিন বিকালে তিনি বড়হরিণা ইউনিয়নের শ্রীনগর বাজারের ব্যবসায়ী ও এলাকার মানুষদের সাথে বাজার সেডে মতবিনিময় সভায় মিলিত হন।  এসময় এলাকার লোকজন বড়হরিণা ইউনিয়নে পতিত জমি সংস্কারের জন্য কৃষি যন্ত্রপাতি ও যোগাযোগের জন্য প্রয়োজনীয় সহায়তার দাবী জানান।

১৫ আগষ্ট বড়হরিণার কুকিছড়া গ্রামের ডুলুছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায়যোগদান করেন সাংসদ উষাতন তালুকদার। সভা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় এলাকার লোকজন সদ্য বিদ্যালয় বিহীন গ্রামে নির্মিত তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা অনুপস্থিতির অভিযোগ করে দ্রুত সমাধানের ব্যাপারে সহায়তা চান। এছাড়াও ডুলুছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে এমপিও ভূক্তির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার কামনা করেন এলাকার লোকজন। ওই দিন দুপুরে জুনোপহর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে তিনি পরিদর্শন ও মতবিনিময় করেন। সভায় জুনোপহর উচ্চ বিদ্যালয়কে এমপি ভূক্ত করার ক্ষেত্রে সহযোগিতার কামনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সুর চাকমা। পরে ভূষণছড়া বাজারে পথসভা শেষে  তিনি বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও এলাকার গন্যমান্যদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বিদ্যালয়ে শ্রেণি কক্ষ,শিক্ষা উপকরণ ও শিক্ষক সংকটের কথা জানান। মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনটি উন্নয়ন বোর্ড থেকে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ হলেও মালামাল পরিবহনে পরিবহন খরচ বেশী হওয়ায় কোন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহন না করায় তিনতলা বিদ্যালয় ভবনটি এখনো নির্মিত হয়নি বলে অবগত করেন এবং ভবন নির্মাণের কামনা করেন। 

অপরদিকে, ১৬ আগষ্ট উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ উষাতন তালুদকারএমপি যোগদান করেন।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। আলোচনা সভায় বরকল ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আলাউদ্দিন আল মামুন মডেল থানার এস আই সালাহউদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সাংসদের সরকারী দফতরের কর্মকর্তাদের কাছে দাপ্তরিক কর্মকান্ড ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সাংসদ এসব সমস্যাগুলো যতোদুর সম্ভব সমাধানের আশ্বাস দেন এবং জনগণের সেবায় কাজ করে যাওয়ার জন্য আহবান জানান। 

চার দিন ব্যাপী বরকলে সফরের সময় উষাতন তালুকদারের সাথে সফর সঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা,আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা,ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা,সংসদ সদস্যর প্রতিনিধি উৎপল চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত