বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ১

Published: 18 Aug 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাল ও মোটসাইকেলের মুখোমুখি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ১জন আহত হয়েছে। নিহতের নাম শাহজালাল শিমুল(৩০)। আহত ব্যক্তির নাম শামীম(৩০)। তাকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদর থেকে মোটর সাইকেলের দুজন আরোহী দীঘিনালা উপজেলা উদ্দেশ্য যাওয়ার সময় বঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ নম্বর নামক পৌছলে বিপরীত থেকে দিক থেকে ট্রাকের সা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জামিল টবাকো কোম্পানীর কর্মকর্তা(টিএসও) শাহজালাল শিমুল নিহত হয় ও শামীম গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত