বিলাইছড়িতে জেএসএস ও পিসিপির ৮ নেতাকর্মী আটক

Published: 16 Aug 2015   Sunday   

রাঙামাটির বিলাইছড়িতে নব গঠিত বড়তলী ইউপির আসন্ন নির্বাচনীর প্রচারণার সময় আইন-শৃংখরা বাহিনীর সদস্যরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) আট নেতা-কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে।

জেএসএস-এর কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা জানান,শনিবার দুপুরে বিলাইছড়ি উপজেলায় নব গঠিত বড়তলী ইউপির আসন্ন নির্বাচনে নির্বাচনীর প্রচারণায় গিয়েছিলেন। যাওয়ার পথে বড়তলী পাড়ার আইন-শৃংখরা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বান্দরবান জেলার রুমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটককৃতরা হলেন, বিলাইছড়ি উপজেলার জেএসএস সহ সভাপতি চন্দ্রলাল চাকমা, সহ সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, পিসিপির রাঙামাটি জেলার সহ সভাপতি ও বিলাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক দিপায়ন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উত্তম চাকমা, ফারুয়া ইউনিয়নের জেএসএস সভাপতি বঙ্কিং তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক জীবন তঞ্চঙ্গ্যা, কেংরাছড়ি ইউনিয়নের জেএসএস সভাপতি বীরময় চাকমা এবং বিলাইছড়ি উপজেলা যুব সমিতির সাংগঠনকি সম্পাদক সুনীল তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি থানার ওসি মঞ্জুরুল আলম মোল্লা  জানান, আটককৃতরা বিলাইছড়ির হলেও তাদের বান্দরবানের  রুমা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত