লামা পৌরসভার ৯কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষনা

Published: 16 Aug 2015   Sunday   

রোববার বান্দরবানের লামা পৌরসভার ২০১৫-১৬ অর্থ সালের ৯কোটি ২৯লক্ষ ৭৭হাজার ৭৫০ টাকার প্রস্তাবিত  বাজেট ঘোষনা করা হয়েছে।

লামা পৌরসভা মিলনায়তনে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা পৌর সভার মেয়র আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লামা মাতামুহূরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম লামা পৌরসভার সচিব মোঃ মাস-উদ-মোরশেদ প্রমুখ।ঘোষনা করেন লামা পৌরসভা মেয়র মোঃ আমির হোসেন। এছাড়াও বাজেট অধিবেশনে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, সর্বস্তরের জনসাধারণ ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এসময় লামা পৌর সভার মেয়র আমির হোসেন  লামা পৌরসভার ২০১৫-১৬ অর্থ সালের প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। এর মধ্যে পৌর সভার রাজস্ব আয়ের পরিমান ধরা হয়েছে ৯৫ লক্ষ ৭১ হাজার ৬২১ টাকা। এরমধ্যে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮৯লক্ষ ৯৪ হাজার টাকা। সমাপনী স্থিতি ৬ লক্ষ ১৭ হাজার ৬২১ টাকা। এখাতে উল্লেখ্যযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার খাতে ৬৭ লক্ষ ২৪ হাজার টাকা এবং স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ৬ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া অন্যান্য খাতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

অপরদিকে পৌর সভার উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২২লক্ষ ৫০ হাজার টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ৪০ লক্ষ টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তর ২ লক্ষ ৫০ হাজার টাকা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রদত্ত মঞ্জুরী ১০ লক্ষ এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ১ কোটি এবং অবকাঠামো নির্মাণ খাতে ৬ কোটি ৭০ লক্ষ টাকা। ব্যয় বিবরণে রাস্তা ৩ কোটি ৫০ লক্ষ, ড্রেন নির্মাণে ৩ কোটি টাকা সহ বিবিধ উন্নয়ন খাতে বরাদ্দ রেখে বাজেট ঘোষণা করা হয়।            

লামা পৌরসভার মেয়র আমির হোসেন বাজেট অধিবেশনের ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য পৌরসভার সর্বস্তরের জনগণ ও সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া লামা পৌরসভাকে সকল উন্নয়ন কাজে সহায়তা করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত